রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
19 C
Dhaka
Homeখেলাপোস্টার বয় সাকিব লেখালেন নতুন রেকর্ড

পোস্টার বয় সাকিব লেখালেন নতুন রেকর্ড

প্রকাশ: আগস্ট ২৫, ২০২৪ ৬:২৭

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বিতর্কিত এক চরিত্রের নাম সাকিব আল হাসান। তবে বিতর্ক থাকলেও বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় যে সাকিব সে সম্পর্কে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। বাংলাদেশের ক্রিকেটের বেশ কিছু বড় রেকর্ড রয়েছে তার দখলে।

আজ বিশ্ব ক্রিকেটে নতুন এক রেকর্ড গড়লেন সাকিব।রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে নতুন এক রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। মাঠের বাইরে হত্যা মামলার ঝড়, কিন্তু মাঠে তিনি তুলে নিয়েছেন আরেকটি বিশ্বরেকর্ড। বাঁ-হাতি স্পিনারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষে এখন বাংলাদেশের এই অলরাউন্ডার।

রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে প্রথম সেশনে দুটি উইকেট তুলে নেন সাকিব। এতে তার আন্তর্জাতিক উইকেট সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭০৬। এর মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গিয়েছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি বাঁ-হাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে। ভেট্টোরি তার ক্যারিয়ারে ৩৬২ টেস্ট, ৩০৫ ওয়ানডে, এবং ৩৮ টি-টোয়েন্টি উইকেটসহ মোট ৭০৫ উইকেট শিকার করেছিলেন।

এই টেস্ট শুরুর আগে সাকিবের উইকেট সংখ্যা ছিল ৭০৩। প্রথম ইনিংসে সালমান আলি আঘাকে ফিরিয়ে নিজের নামের পাশে যোগ করেন আরও একটি উইকেট। দ্বিতীয় ইনিংসে উইকেটের পেছনে দাঁড়ানো লিটন দাসের স্ট্যাম্পিংয়ে বিদায় করেন সৌদ শাকিলকে। এরপর আব্দুল্লাহ শফিককে বোল্ড করে ভেট্টোরির রেকর্ড ভেঙে ফেলেন সাকিব। এরপর পেয়েছেন নাসিম শাহর উইকেটও।

বাঁ-হাতি স্পিনারদের তালিকায় শীর্ষে ওঠা সাকিবের এই কীর্তি তাকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলারদের কাতারে নিয়ে এসেছে। সব ধরনের বোলারদের মধ্যে ডানহাতি স্পিনার মুত্তিয়া মুরালিধরন এখনও শীর্ষে, তার ঝুলিতে রয়েছে ১,৩৪৭ উইকেট। ডানহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি জিমি অ্যান্ডারসনের নামের পাশে রয়েছে ৯৯১টি উইকেট। আর বাঁহাতি পেসারদের তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম, যার উইকেট সংখ্যা ৯১৬।

সাকিবের এমন অর্জন বাংলাদেশের ক্রিকেটের জন্য গর্বের বিষয়। মাঠের বাইরে নানা বিতর্ক ও আইনি জটিলতার মধ্যে থেকেও মাঠে নিজের দক্ষতা ও প্রতিশ্রুতির প্রমাণ দিয়ে চলেছেন সাকিব আল হাসান।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর