সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
21 C
Dhaka
Homeখেলাবাংলাদেশ এখন গোনায় ধরার মতো শক্তিঃগাভাস্কার

বাংলাদেশ এখন গোনায় ধরার মতো শক্তিঃগাভাস্কার

আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৪ ৪:০১
প্রকাশ: সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৭:২৭

সৌরভ গাঙ্গুলী দুশ্চিন্তা করার মতো কিছু দেখছেন না। তিনি মনে করেন, এই বাংলাদেশকে নিয়েও ভয়ের কিছু নেই। যতই তারা পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে আসুক, ভারতের মাটিতে ভারতকে হারানোর সাধ্য নেই বাংলাদেশের। তবে সৌরভের মতো ভারতের সাবেক ক্রিকেটারদের সবাই এত নিশ্চিন্ত নন।

কিংবদন্তি সুনীল গাভাস্কারই যেমন সতর্ক করে দিয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিদের। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের মতে, টেস্টে বাংলাদেশ এখন গোনায় ধরার মতো শক্তি। ওদের কিছুতেই হালকাভাবে নেওয়া যাবে না।

সৌরভ যে দুশ্চিন্তা করার কিছু দেখছেন না, সেটার কারণও আছে। ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স তো আসলে গোনায় ধরার মতো নয়। ১৩টি টেস্ট খেলছে বাংলাদেশ এখন পর্যন্ত ভারতের বিপক্ষে, ১১টিতেই হার। দুই ড্রর একটি ২০০৭ সালে চট্টগ্রামে, অন্যটি ২০১৫ সালে ফতুল্লায়, দুটিই বৃষ্টির কারণে। তার ওপর ঘরের মাঠে ভারত সর্বশেষ টেস্ট সিরিজ হেরেছিল সেই ২০১২ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। এমন একটা দল কেন বাংলাদেশকে নিয়ে দুশ্চিন্তা করবে!

তবে আগের বাংলাদেশ আর এই বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য দেখছেন সুনীল গাভাস্কার। সেটার বড় কারণ অবশ্যই সাম্প্রতিক অতীতে টেস্টে বাংলাদেশের সাফল্য এবং দলটির গভীরতা। এই বাংলাদেশের পেস বোলিং আক্রমণ মুগ্ধ হওয়ার মতো। পাশাপাশি দলীয় পারফরম্যান্সের সম্প্রতি পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ২ টেস্টের সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। সব মিলিয়ে গাভাস্কার এবার অন্য এক বাংলাদেশকেই দেখছেন।

ভারতের মিড-ডে পত্রিকায় এক কলামে কিংবদন্তি এই ব্যাটসম্যান লিখেছেন, ‘পাকিস্তানকে পাকিস্তানের মাঠে দুই টেস্টে হারিয়ে বাংলাদেশ দেখিয়েছে তারা গোনায় ধরার মতো শক্তি। এমনকি দুই বছর আগে ভারত যখন বাংলাদেশ সফরে গিয়েছিল, তখন কঠিন লড়াইয়ের মুখে পড়েছিল। এখন পাকিস্তানকে সিরিজে হারানোর পর তারা ভারতের বিপক্ষেও লড়তে প্রস্তুত।’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের শক্তির গভীরতা যে বেড়েছে, তা খুব ভালোভাবেই চোখে পড়েছে গাভাস্কারের, ‘ওদের দারুণ কিছু খেলোয়াড় আছে এবং প্রতিশ্রুতিশীল কিছু খেলোয়াড় আছে যারা আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতে প্রতিপক্ষ দেখে চমকে যাওয়ার অভ্যাস কাটিয়ে উঠেছে। এখন ওদের বিপক্ষে যারাই খেলবে, তারা জানে এক মুহূর্তের জন্যও মনঃসংযোগে ছাড় দেওয়া যাবে না। পাকিস্তান সেটা ভালোভাবেই টের পেয়েছে। এই সিরিজ দেখার জন্য অপেক্ষা করাই যায়।’

শুধু গাভাস্কারই নন, রোহিত-কোহলিদের বিপক্ষে সিরিজ সামনে রেখেও বাংলাদেশ দলের প্রশংসা করেছেন ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলেও। তাঁর চোখে, দীর্ঘ সময়ের মধ্যে বাংলাদেশের এই টেস্ট দলটিই সেরা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর