বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
24 C
Dhaka
Homeবিশ্বট্রাম্পের মন্ত্রিসভাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

ট্রাম্পের মন্ত্রিসভাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

আপডেট: নভেম্বর ২৮, ২০২৪ ৬:৫০
প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৪ ৬:২৯

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন সাবেক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর নতুন সরকারের মন্ত্রিসভায় বিভিন্নজনের নাম সামনে আসছে। এরই মধ্যে ট্রাম্পের মনোনীত বেশ কয়েক মন্ত্রীকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, তাদের নজরে এ ধরনের বেশ কয়েকটি হুমকি ও ভুয়া ফোন কল এসেছে। এসব ফোনকলে মনোনীত মন্ত্রীদের বাড়িতে পুলিশ পাঠানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, অন্তত ৯ জন মনোনীত মন্ত্রীকে এ ধরনের হুমকি দেওয়া হয়। এসব মন্ত্রীরা ট্রাম্পের প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া জাতিসংঘে ট্রাম্পের মনোনীত মার্কিন রাষ্ট্রদূতকেও বোমা হামলার হুমকি দেয়া হয়। পুলিশ এরই মধ্যে এসব ঘটনার তদন্ত শুরু করেছে।

ট্রাম্পের ট্রানজিশন টিমের একজন মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্পের মনোনীত ব্যক্তিরা এবং তাদের পরিবার হিংসাত্মক ও বিদেশি হুমকির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এসব ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, কোনো ধরনের বিপজ্জনক আক্রমণ রিপাবলিকানদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু থেকে দূরে রাখতে পারবে না।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর