যুদ্ধবিরতির পর গাজার লাখ লাখ উদ্বাস্তু তাদের বাড়িতে ফিরছেন। অথচ তাদের ঘরবাড়ি বলে কিছুই আর অবশিষ্ট নেই। ইসরায়েলি আগ্রাসনে সব ধূলিসাৎ হয়ে গেছে। ১৫ মাস আগেও যে সুন্দর সাজানো শহরে তারা প্রশান্তির নিঃশ্বাস নিয়েছেন তা এখন ধ্বংসস্তুপ। চারদিক শুধু ধুলোর মোটা আস্তরণে ঢাকা। যেন হাজার বছরের পরিত্যক্ত কোনো শহর কিংবা বিরাণভূমি।
বাড়িতে ফিরে তারা দেখছেন, বোমার আঘাতে ধ্বসে পড়া ঘরগুলো স্তুপ হয়ে আছে। কোনো কোনো বাড়ির শুধু ক্ষতবিক্ষত কাঠামোটাই দাড়িয়ে আছে, দেয়ালগুলো কোনো মস্ত দানবে খুলে নিয়েছে। অনেকে তাদের নিজ বাড়িটিই খুঁজে পাচ্ছেন না।
এর মধ্যেই একজন উদ্বাস্তু ফিলিস্তিনি নারী দেখলেন কয়েকটি বাড়ি অক্ষত দাড়িয়ে আছে। অবিশ্বাস নিয়ে তিনি তাকিয়ে থাকলেন একটি বাড়ির দিকে। না তিনি স্বপ্ন দেখছেন না, এটি তারই সাজানো ঘর। কংক্রিটের ভাঙা খন্ডের মধ্য দিয়ে তিনি দৌড়াতে থাকলেন বাড়িটির দিকে। গেট খুলে ভিতরে ঢুকেই তার অবিশ্বাস ভাঙলো। কান্নার সঙ্গে সঙ্গে আল্লাহর সিজদায় লুটিয়ে পড়লেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, ওই ফিলিস্তিনি নারী একটি বাড়ির দিকে দৌড়াচ্ছেন এবং বলছেন ‘এটি আমার বাড়ি, এটি আমার বাড়ি’। বাড়ির বাহিরের গেট খুলে ভিতরে ঢুকলেন তিনি। এসময় বারবার তাকে ‘আলহামদুলিল্লাহ’ উচ্চারণ করতে শোনা যায়।
ভিডিওতে দেখা যায়, বিসমিল্লাহ বলে তিনি বাড়িটির গেট খুলছেন এবং ভেতরে ঢুকেই কান্নায় ভেঙে পড়েন। পরমুহুর্তেই দেখা যায় তিনি মহান আল্লাহর সিজদায় লুটিয়ে পড়লেন এবং কান্না করতে থাকলেন।
মিস ফালাসতেনিয়া নামে একটি একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। শেয়ার করার ৪৮ ঘন্টার মধ্যে এটি প্রায় ৮লাখ বার দেখা হয়েছে। ১২ হাজার মানুষ ভিডিওটিতে মন্তব্য করেছেন এবং তিন হাজার মানুষ এটি শেয়ার করেছেন।