বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
27 C
Dhaka
Homeরাজধানীআজও ডিএমপিতে গিয়েছি: হারুন

আজও ডিএমপিতে গিয়েছি: হারুন

প্রতিবেদক :জনতা মেইল ডেস্ক
প্রকাশ: আগস্ট ৬, ২০২৪ ৬:৫৩

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ হারুন অর রশীদ বিমানবন্দর থেকে আটক হয়েছে এমন খবর ছড়িয়ে পড়েছে। তবে তিনি দেশেই আছেন এবং তাকে কেউ আটক করেনি বলে দাবি করেছেন এই পুলিশ কর্মকর্তা।

মঙ্গলবার বিকাল ৩টা ৪০ মিনিটে টেলিফোনে আটক না হওয়ার দাবি করেন হারুন।

তার কাছে জানতে চাওয়া হয় আপনি নাকি আটক আছেন? জবাবে তিনি বলেন, আমি সকালে অফিসে গিয়েছিলাম। গিয়ে দেখি সেখানে কেউ নেই। পরে আমি বাসায় চলে এসেছি।

দেশ ছাড়ার বিষয়ে জানতে চাইলে বলেন, আপনারা (সংবাদকর্মী) বলছেন, আমি বিমানবন্দর থেকে ফিরে আসছি! এ রকম কিছু বলছেন কি? আমি কাল কীভাবে যাব? গতকাল তো ফ্লাইট বন্ধ ছিল।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর