বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
22 C
Dhaka
Homeআইন আদালত৩৪৪ সাবেক সংসদ সদস্যকে আসামি করে মামলার আবেদন

৩৪৪ সাবেক সংসদ সদস্যকে আসামি করে মামলার আবেদন

আপডেট: জানুয়ারি ৯, ২০২৫ ৯:২৫
প্রকাশ: জানুয়ারি ৯, ২০২৫ ১:৫৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক পোশাককর্মীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের ৩৪৪ এমপিকে আসামি করে আদালতে হত্যাচেষ্টা মামলার আবেদন করা হয়েছে।

গত ৬ জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ’র আদালতে এ মামলাটি করেন ভুক্তভোগী নিজেই। এ ঘটনায় আগে কোনো মামলা হয়েছে কি না, তা যাচাই করে আগামী ২৭ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত।বুধবার (০৮ জানুয়ারি) বাদীপক্ষের আইনজীবী মাসুদ মিয়া গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও এমপি শেখ হাসিনাসহ ২৯৫ জন ও সংরক্ষিত নারী আসনের ৪৯ জন এমপিকে আসামি করা হয়েছে।

ছাত্র-অভ্যুত্থানের সময় একদফার আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় গার্মেন্টসকর্মী মো. আলাদুল ইসলাম ওরফে আলাউদ্দিন (২৮) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলার আবেদন করা হয়।

শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী টিপু মুনশি, ফরহাদ হোসেন, শেখ হাসিনার শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, আবদুল লতিফ সিদ্দিকীসহ ৩৪৪ জন সাবেক সংসদ সদস্যকে আসামি হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করা হয়েছে। এর বাইরে আরও ১১৯ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করেছেন বাদী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আলাউদ্দিন আশুলিয়ায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। গত বছরের ৫ আগস্ট তিনি ঢাকার আশুলিয়া এলাকায় ছাত্র-জনতার পক্ষে আন্দোলনে রাজপথে নামেন। ওইদিন দুপুর ২টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ডান হাতে গুলিবিদ্ধ হন আলাউদ্দিন। তারপর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর