বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
27 C
Dhaka
Homeআইন আদালত৩৫৩৪ জনের নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট

৩৫৩৪ জনের নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২৫ ২:২১

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)’র অধীনে জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর হিসেবে নন-ক্যাডার পদে নিয়োগপ্রাপ্ত ৩ হাজার ৫৩৪ জনের নিয়োগ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি কে.এম, রাশেদুজ্জামান রাজা এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ নিয়োগ স্থগিত করে রুল জারি করেন। রুলে তাদের নিয়োগ কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

জানা যায়, ২০২১ সালের ২৬ অক্টোবর পিএসসি’র অধীনে ৯ম ও ১০ম গ্রেডের (নন-ক্যাডার) এর কারিগরী ও মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহের জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরবর্তীতে, ২০২৩ সালের ১৮ মার্চ তাদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ গত ২০ জানুয়ারি ৩ হাজার ৫৩৪ জনের নিয়োগ প্রদানের সার্কুলার জারি করা হয়। সার্কুলারে তাদেরকে ২৯ জানুয়ারি যোগদানের জন্য বলা হয়েছে। এরই মধ্যে অনিয়মের অভিযোগে এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ১৮ জন হাইকোর্টে রিট করেন। আজ ওই রিটের ওপর শুনানি হয়। শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে নিয়োগ কতার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রদান করেন। এতে করে নিয়োগপ্রাপ্তরা ২৯ জানুয়ারি চাকরিতে যোগদান করতে পারবেন না বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী।

আবেদনকারী ১৮ জনের পক্ষে এ মামলা শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল এবং সঙ্গে ছিলেন আইনজীবী এ. জেড এম নুরুল আমিন, মো. মাকসুদ উল্লাহ, মো. রুকনুজ্জামান, আবু সাহিদ খান, শফিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর