সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
33 C
Dhaka
Homeখেলাআজ শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ

আজ শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ

প্রকাশ: অক্টোবর ২৭, ২০২৫ ১২:১৪

সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের সাগরিকায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে দুই দসাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে বাংলাদেশ। টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী টাইগাররা। তবে ইতিহাসের দিকে তাকালে, ক্যারিবীয়ানদের সাফল্যই বেশি। সেটিই মনে করিয়ে দিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। বিশ্বকাপের আগে চ্যালেঞ্জিং প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে দেখছেন তিনি।

অন্যদিকে, নেপালের বিপক্ষে সর্বশেষ সিরিজে হেরে ধাক্কা খাওয়া ওয়েস্ট ইন্ডিজ মরিয়া ঘুরে দাঁড়াতে। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেট তাদের সেই সুযোগ এনে দিতে পারে বলে বিশ্বাস ক্যারিবীয় অধিনায়ক শাই হোপের।

দু’দলের লক্ষ্য এখন এক আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সেরা কম্বিনেশন খুঁজে পাওয়া। আগামী তিন মাস পরেই শুরু হবে মেগা আসর, তার আগে টাইগারদের হাতে রয়েছে মাত্র ছয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ তিনটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও তিনটি আয়ারল্যান্ডের বিপক্ষে।

ওয়ানডে সিরিজে জয়ের পর কিছুটা স্বস্তিতে বাংলাদেশ দল, তবে মিডল অর্ডারের ধারাবাহিকতা নিয়ে এখনো চিন্তা রয়ে গেছে। গেল বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্মৃতি থাকলেও লিটনের মতে, এই সিরিজে সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে ক্যারিবীয়ানরাই।

ম্যাচ ডে’র আগের দিন সাগরিকায় ফ্লাডলাইটে দীর্ঘ অনুশীলন করেছে ওয়েস্ট ইন্ডিজ। এশিয়ান কন্ডিশনের উইকেটের সঙ্গে মানিয়ে নিতে বেশ মনোযোগী ছিলেন তাদের ব্যাটার ও স্পিনাররা।

প্রথম ম্যাচে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। ইনজুরি থেকে ফিরে আসছেন লিটন দাস। ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গী হতে পারেন তানজিদ তামিম। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় রয়েছেন শামীম পাটওয়ারী ও নুরুল হাসান সোহানও। মিরপুরের মতো কালো পিচ না হলেও তিন স্পিনার নিয়েই একাদশ সাজাতে পারে টাইগাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ে আজকের ম্যাচটাই হতে যাচ্ছে দুই দলের জন্য গুরুত্বপূর্ণ এক লড়াই।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর