আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের
আদালত এই আদেশ দেন। এদিন আসামি আকাশকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও বনানী থানার উপ-পরিদর্শক মো. এমদাদুল হক।
নথি থেকে জানা গেছে, গত ২৬ নভেম্বর রাত ১০টার দিকে হাতিরঝিল এলাকা থেকে আসামি আকাশকে গ্রেপ্তার করে পুলিশ।
এজাহার থেকে জানা গেছে, আসামিরা বেশ কিছুদিন যাবত নারী উদ্যোক্তা তনি ও তার পরিবারকে নিয়ে বিভিন্ন সময় নানা ধারনের অশালীন ও মিথ্যা, বিভ্রান্তিমূলক পোষ্ট করে সম্মানহানী করে। গত ২১ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে তনি তার বনানীর বাসায় বসে নিজের ফেসবুক আইডি থেকে দেখতে পান, মৌ সুলতানা নামে ফেসবুক আইডি থেকে তাকে ও তার পরিবারকে নিয়ে বিভিন্ন অশ্লীল কথাবার্তা দিয়ে ভিডিও তৈরি করে সেগুলো ফেসবুকে পোস্ট করা হয়েছে। এর কিছুদিন পর তিনি লক্ষ্য করেন, তাকে এবং তার স্বামী মৃত সাদাদ রহমানকে নিয়ে অশ্লীল, মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিকর কথাবার্তা বলে ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করেছে।
এছাড়া আসামি আকাশ নিবির তার ইউটিউব আইডি থেকে তাকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ভিডিও পোস্ট করেন। আসামিরা তাকে, তার পরিবারের সদস্য এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে ভুয়া, মিথ্যা, বানোয়াট তথ্য সম্বলিত ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করতে থাকে। আসামিরা তার এবং তার স্বামী মৃত সাদাদ রহমানের বিয়ের ভুয়া কাবিননামা তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘খাঁটি’ বলে প্রচার করেন। আসামিরা তার সন্তানের জন্মকে প্রশ্নবিদ্ধ করে একটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার উদ্দেশ্যে পোস্ট করেন। ওই ঘটনায় গত ২১ নভেম্বর রোবাইয়াত ফাতিমা তনি বাদী হয়ে বনানী থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলাটি দায়ের করেন।


