বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
24 C
Dhaka
Homeআন্তর্জাতিকসৈকতে হাঙরের আক্রমণে নারী পর্যটকের মৃত্যু

সৈকতে হাঙরের আক্রমণে নারী পর্যটকের মৃত্যু

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৫ ৮:২৫

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে নিউ সাউথ ওয়েলসের ক্রাউডি বে সৈকতে হাঙরের আক্রমণে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে জরুরি পরিষেবাতে খবর দেওয়া হয়। জানানো হয়, দু’জনকে হাঙর কামড়েছে।প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে সাহায্য করার চেষ্টা করেন। তবে হাঙরের কামড়ে নারী পর্যটক ঘটনাস্থলেই মারা যান।  নিহতের বয়স আনুমানিক ২০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। একই ঘটনায় গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন একজন সুইস পুরুষ পর্যটক। এই অপ্রত্যাশিত আক্রমণ সৈকত এলাকায় বড় ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে। খবর সিএনএনের।

নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স সুপারিনটেনডেন্ট জোশুয়া স্মাইথ জানিয়েছেন, একজন পথচারীর তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতার কারণে আহত পুরুষ পর্যটকের পায়ে টুর্নিকেট বাঁধা সম্ভব হয়, যা তার জীবন বাঁচাতে সাহায্য করেছে।

ক্রাউডি বে সৈকতটি সিডনি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি কোন প্রজাতির হাঙর এই ভয়াবহ আক্রমণে জড়িত ছিল।

ঘটনার পর সার্ফ লাইফ সেভিং নিউ সাউথ ওয়েলস দ্রুত পদক্ষেপ নিয়েছে। সংস্থার প্রধান নির্বাহী স্টিভ পিয়ার্স জানিয়েছে, কাছাকাছি সব সমুদ্রসৈকত কমপক্ষে ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। ড্রোনের সাহায্যে আক্রমণকারী হাঙরটিকে খোঁজা হচ্ছে।

পিয়ার্স এই ঘটনাকে ‘একটি ভয়াবহ ট্র্যাজেডি’ উল্লেখ করে এলাকাবাসী ও পর্যটকদের আপাতত পানি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। আহত পুরুষ পর্যটককে বর্তমানে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর