শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
19 C
Dhaka
Homeআন্তর্জাতিক১৬৯ ফিলিস্তিনির প্রাণ গেল অনাহারে

১৬৯ ফিলিস্তিনির প্রাণ গেল অনাহারে

প্রকাশ: আগস্ট ৩, ২০২৫ ১:৫৭

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বোমাবর্ষণের মুখে ফিলিস্তিনিরা খাদ্যের জন্য মরিয়া সংগ্রাম করছেন। প্রতিনিয়ত চলমান এই সংঘাত উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে, যেখানে খাদ্য ও প্রয়োজনীয় সরঞ্জামের তীব্র অভাব দেখা দিয়েছে।

শনিবার (২ আগস্ট) গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২৭ জনই ত্রাণপ্রার্থী ছিলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ গণ্টায় গাজায় দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে শিশুসহ আরও সাতজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে, অনাহারে মৃতের সংখ্যা এখন ১৬৯ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৯৩ জনই শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের চলমান যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৬০ হাজার ৪৩০ জন নিহত ও এক লাখ ৪৮ হাজার ৭২২ জন আহত হয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলে আনুমানিক এক হাজার ১৩৯ জন নিহত ও ২০০ জনেরও বেশি মানুষকে বন্দি করা হয়েছিল।

গাজা উপত্যকায় ইৎসরায়েলি হামলায় অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও খাদ্য সরবরাহ ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে।

গাজার পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছাতে না পারায় মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার গাজায় মানবিক সহায়তার প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান জানালেও তা পর্যাপ্ত হচ্ছে না। বিশেষ করে উত্তর গাজায় খাদ্য ও পানির অভাব চরম আকার ধারণ করেছে, যেখানে শিশুরা অপুষ্টিতে মারা যাচ্ছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর