মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
26 C
Dhaka
Homeআন্তর্জাতিকযদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে কঠোর প্রতিশোধের হুমকি ইরানের

যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে কঠোর প্রতিশোধের হুমকি ইরানের

প্রকাশ: জানুয়ারি ১২, ২০২৬ ৯:৫৬

যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে চলমান বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তেহরান থেকে বিবিসির একটি সূত্র জানায়, সাম্প্রতিক দিনগুলোতে পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে।যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, দেশজুড়ে প্রায় ৫০০ বিক্ষোভকারী এবং প্রায় ৫০ জন নিরাপত্তাকর্মীর মৃত্যুর তথ্য তারা নিশ্চিত করেছে। এছাড়া প্রায় ১০ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে বলেও দাবি করা হয়। খবর বিবিসির।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ‘সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত’। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরান বিষয়ে সামরিক বিকল্পসহ নানা পথ বিবেচনায় রাখা হচ্ছে।

অপরদিকে, ইরানের সংসদের স্পিকার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ও নৌঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।Advertisementইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চলমান বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের বিদেশি শক্তির প্ররোচনায় সহিংসতা চালানোর অভিযোগ তুলেছেন।

সরকার দেশজুড়ে ইন্টারনেট সীমিত করে দেওয়ায় প্রকৃত পরিস্থিতি যাচাই করা কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো সরাসরি ইরান থেকে খবর সংগ্রহে বড় ধরনের বাধার মুখে পড়েছে।

মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশটির ধর্মীয় শাসনের অবসানের দাবিতে রূপ নিয়েছে। ২০২২ সালের মাহসা আমিনির মৃত্যুর পর যে গণআন্দোলন হয়েছিল, সেটির পর এটিই সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর