শনিবার, নভেম্বর ২২, ২০২৫
শনিবার, নভেম্বর ২২, ২০২৫
26 C
Dhaka
Homeআন্তর্জাতিকযুদ্ধবিরতি চুক্তির জন্য প্রস্তুত হামাস

যুদ্ধবিরতি চুক্তির জন্য প্রস্তুত হামাস

প্রকাশ: আগস্ট ৯, ২০২৫ ১:১৩

গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার ইসরায়েলি পরিকল্পনার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। এক বিবৃতিতে তারা বলেছে, তারা জিম্মি ও যুদ্ধবিরতি সংক্রান্ত একটি ‘ব্যাপক চুক্তি’র জন্য প্রস্তুত। খবর বিবিসির।

হামাস আরও জানিয়েছে, মধ্যস্থতার মাধ্যমে তারা সব নমনীয়তা দেখিয়েছে ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিনিময়ে জিম্মিদের মুক্তি দিতে রাজি।

দলটি ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছে, গাজা শহর দখলের জন্য তাদের ‘ভারি মূল্য’ দিতে হবে। এই বার্তাটি তারা বারবার পুনরাবৃত্তি করছে।

উল্লেখ্য, মিশর ও কাতারের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে আলোচনা গত জুলাই মাসের শেষের দিক থেকে বন্ধ আছে। তখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল, হামাস শান্তি আলোচনার বিষয়ে ‘আগ্রহের অভাব’ দেখিয়েছে, যার ফলে মার্কিন মধ্যস্থতাকারী দল আলোচনা থেকে সরে যায়।

হামাসের এই নতুন বিবৃতি শান্তি আলোচনা আবার শুরু করতে একটি নতুন পথ খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর