গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আল কুরআন অ্যান্ড কালচারাল স্টাডিজ (একিউসিএস) ক্লাবের উদ্যোগে প্রায় ১৪০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) ক্যাম্পাসের মুক্তমঞ্চে আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যারও।
বিকাল ৪টা থেকে শুরু হওয়া কুরআন বিতরণ কর্মসূচিকে ঘিরে মুক্তমঞ্চ সজ্জিত করা হয় দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও ব্যানারে। পুরো এলাকা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে, যেখানে শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকেই অনুষ্ঠান উপভোগের পাশাপাশি ছবি তুলতেও ব্যস্ত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান। এছাড়া একিউসিএস ক্লাবের সভাপতি মোঃ আবু দারা, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ বিন হাবিব, গোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি সজিবুর রহমানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কুরআন বিতরণ কার্যক্রমে মঞ্চে উপস্থিত থেকে অংশ নেন অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মাহবুব হোসেন, বিভাগীয় সভাপতি ড. আহসান সৌরভ, একিউসিএস ক্লাবের সভাপতি মোঃ আবু দারদা, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ বিন হাবিব এবং ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব সাইদুর রহমান।
জানা গেছে, একিউসিএস ক্লাব আগ্রহী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে কুরআন উপহার দিয়ে থাকে। বিতরণ কার্যক্রমের জন্য ক্যাম্পাসে বিশেষ বুথ স্থাপন করা হয়, যেখানে শিক্ষার্থীরা নাম নিবন্ধন করে কুরআন সংগ্রহ করেন।
সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং স্থানীয় সাংস্কৃতিক সংগঠন মধুমতী শিল্পী গোষ্ঠী ও রূপান্তর শিল্পী গোষ্ঠী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “কুরআনের আলোকে চললেই জীবন সুন্দর হয়। শুধু তিলাওয়াত নয়, এর অর্থ বোঝাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সৎ ও নৈতিক জীবনের পথে চলতে হবে।”
উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান যুবসমাজের ইবাদতের গুরুত্ব তুলে ধরে বলেন, “আল্লাহ যুবকদের ইবাদতকে বিশেষ মর্যাদা দিয়েছেন। তাই এ ধরনের আয়োজন তরুণদের সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করে।”
অনুষ্ঠানের শেষ পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন একিউসিএস ক্লাবের সভাপতি মোঃ আবু দারদা।


