সোমবার, নভেম্বর ৩, ২০২৫
সোমবার, নভেম্বর ৩, ২০২৫
25 C
Dhaka
Homeআন্তর্জাতিকচমকপ্রদ তথ্য প্রকাশ হল সৌদির নারীদের নিয়ে 

চমকপ্রদ তথ্য প্রকাশ হল সৌদির নারীদের নিয়ে 

প্রকাশ: আগস্ট ২২, ২০২৫ ১০:২৫

‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে সৌদি আরবে নারীদের ক্ষমতায়নে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে। ২০২৪ সালে নারীরা সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সৌদি গেজেটের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকসের প্রকাশিত ‘সৌদি নারী পরিসংখ্যান রিপোর্ট ২০২৪’ অনুযায়ী, দেশটিতে মোট সৌদি নারীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ লাখ ৭ হাজার ৬৬৩ জন। এদের মধ্যে ১৫–৩৪ বছর বয়সী নারীর সংখ্যা দেশের মোট নারীর ৩৫.৭ শতাংশ।

রিপোর্টে দেখা গেছে, ২০২৪ সালে নারীদের চাকরির হার ৩১.৮ শতাংশ, আর শ্রমবাজারে অংশগ্রহণের হার ৩৬ শতাংশে পৌঁছেছে। নারী বেকারত্ব উল্লেখযোগ্যভাবে কমে ১৩ শতাংশ হয়েছে, যা ২০২২ সালে ছিল ১৯ শতাংশ। বছরের শেষ প্রান্তিকে বেকারত্বের হার আরও কমে ১১.৯ শতাংশ হয়েছে।

সৌদিতে প্রাইভেট সেক্টরে কর্মরত নারীর সংখ্যা ৯ লাখ ৯৭ হাজার, সরকারি সেক্টরে ৫ লাখ ৬ হাজার, এবং পাবলিক সেক্টরে ১ লাখ ৫৭ হাজার ৬০০। নারীরা সপ্তাহে গড়ে ৩৯ ঘণ্টা কাজ করছেন।

বয়স অনুযায়ী মাসিক গড় বেতন: ১৫–২৪ বছর: ৪,৮৩২ রিয়াল, ২৫–৫৪ বছর: ৮,৩২৮ রিয়াল, ৫৫ বছর ও তার বেশি: ১০,৭৩৯ রিয়াল।

২৫ বছর ও তার বেশি বয়সী নারীদের মধ্যে ৩৫.৩ শতাংশ স্নাতক বা সমমানের ডিগ্রিধারী। ২০২৪ সালে ১,৯৫৬টি স্থানীয় ও আন্তর্জাতিক ক্রীড়া পুরস্কার অর্জন করা হয়েছে। এছাড়া ১৮ বছর ও তার বেশি বয়সী নারীর মধ্যে ৪৪.৬ শতাংশ সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট শারীরিক কার্যকলাপে অংশ নিচ্ছেন।

নারীদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় বিনোদনমূলক কার্যকলাপ হলো পার্ক ও বাগানে ভ্রমণ করা, যেখানে অংশগ্রহণের হার ৬২.৭ শতাংশ।

এই পরিসংখ্যানগুলো সৌদি নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানকে দৃঢ়ভাবে প্রমাণ করছে এবং দেশের লক্ষ্য অনুযায়ী নারীদের ক্ষমতায়নের পথে এক নতুন দিগন্ত উন্মোচন করছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর