বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
24 C
Dhaka
Homeস্বাস্থ্যডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫৬৭,মৃত্যু ৭ জনের

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫৬৭,মৃত্যু ৭ জনের

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৫ ৭:৫৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৭ জন রোগী।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকেপাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৫৬৭ জনের মধ্যে বরিশাল বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯২ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৬ জন এবং খুলনা বিভাগে ৪১ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহীতে ২৫ জন, রংপুরে ২ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু পরিস্থিতি অবনতি হওয়ায় চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে রোগীর চাপ বাড়ছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর