বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
22 C
Dhaka
Homeজাতীয়এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

আপডেট: জানুয়ারি ১৯, ২০২৫ ৮:৫৭
প্রকাশ: জানুয়ারি ১৯, ২০২৫ ৮:৪৬

দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর বাসা থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর বাসা থেকে নগদ ১৭ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। দুদক পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে ওই অভিযান চলছে।

আজ রোববার সকালে সাবেক এই ডেপুটি গভর্নরের ধানমন্ডির বাসায় অভিযান শুরু করে দুদক। দুদক মহাপরিচালক আক্তার হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এস কে সুরের বাসায় অভিযান চালাচ্ছে। আপনাদের এ–সংক্রান্ত তথ্য পরে জানানো হবে।’

এর আগে ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসাইন নেতৃত্বে একটি দল এস কে সুরকে গ্রেপ্তার করে। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাঁকে আদালতে হাজির করা হয়।

আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে তাঁকে দুদকে তলব করা হয়। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর