বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
27 C
Dhaka
Homeজাতীয়ডব্লিউটিওর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

ডব্লিউটিওর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

প্রকাশ: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৬:৫৬

স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে বাংলাদেশের উত্তরণের প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা প্রদান করতে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-কে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সদর দফতরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডব্লিউটিও মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠকে প্রফেসর ইউনূস বিষয়টি উত্থাপন করেন।

এ সময় বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক তার সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। বাংলাদেশ ২০২৬ সালের শেষ নাগাদ এলডিসি থেকে উত্তীর্ণ হওয়ার প্রত্যাশা করছে।

বর্তমান বৈশ্বিক বাণিজ্য চ্যালেঞ্জ নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, জ্বালানি ও পরিবহন বিষয়ক উপদেষ্টা ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর