মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
26 C
Dhaka
Homeজাতীয়নির্বাচনে সব আসনে ‘না ভোট'রাখার প্রস্তাব টিআইবির

নির্বাচনে সব আসনে ‘না ভোট’রাখার প্রস্তাব টিআইবির

প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৩:৩৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবগুলো আসনেই ‘না ভোট’ ব্যবস্থা রাখার প্রস্তাব দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনী সংলাপে বসে নির্বাচন কমিশন। সেখানে টিআইবি থেকে অংশগ্রহণ করেন সংস্থাটির পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান।

তিনি বলেন, ‘না’ ভোটের ব্যবস্থা যেন সব আসনেই থাকে। নতুন বিধিমালা অনুযায়ী কোনো আসনে একজন প্রার্থী থাকলে তাকে ‘না’ ভোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

সংলাপে কবি মোহন রায়হান বলেন, এখনও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের প্রেতাত্মারা রয়েছে। তারা কিন্তু সুন্দর নির্বাচন হতে বাধা দেবে। এই বিষয়ে ইসিকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, নির্বাচন অবাধ করতে গেলে প্রথমে প্রয়োজন আপনাদের সদিচ্ছা।

বিজিএমইএ পরিচালক রশিদ আহমেদ হোসাইনি বলেন, শুধু ঋণ খেলাপিরাই না; যারা অর্থ পাচারকারী, তারাও যাতে নির্বাচনে অংশ নিতে না পারে, সেই আইন করতে হবে।

রোববার অনুষ্ঠিত ইসির এই সংলাপে মোট ৩০ জন সুশীল ও বুদ্ধিজীবীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু, এই ৩০ জনের মধ্যে ১৩ জন সুশীল ও বুদ্ধিজীবী কমিশনের সংলাপে অংশগ্রহণ করে।

এর আগে, সকালে ইসির জনসংযোগ শাখা থেকে জানানো হয়, নির্বাচন কমিশনের এই সংলাপে মোট ২৬ জন অংশগ্রহণ করবেন। কিন্তু সংলাপে মাত্র ১৩ জন সুশীল ও বুদ্ধিজীবী অংশগ্রহণ করেন।

সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ সংস্থাটির অন্য কর্মকর্তারা অংশ নিয়েছেন। সংলাপে অংশ নেওয়া সুশীল সমাজ ও বুদ্ধিজীবী প্রতিনিধিদের ১৩ জনের মধ্যে রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমান, অধ্যাপক আব্দুল ওয়াজেদ, বিজিএমইএ পরিচালক রশিদ আহমেদ হোসাইনি, কবি মোহন রায়হান, পুলিশ রিফর্ম কমিশনের মোহাম্মদ হারুন চৌধুরী, শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান ও চর্চার সম্পাদক সোহরাব হাসান।

আগামী অক্টোবরে রাজনৈতিক দল, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, নারীনেত্রী, জুলাই যোদ্ধাসহ সংশ্লিষ্ট অন্য সবার সঙ্গে সংলাপে বসবে ইসি।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর