বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
27 C
Dhaka
Homeজাতীয়ভোট দেখতে দেশি পর্যবেক্ষক সংস্থার আবেদনের সময় বেঁধে দিল ইসি

ভোট দেখতে দেশি পর্যবেক্ষক সংস্থার আবেদনের সময় বেঁধে দিল ইসি

প্রকাশ: ডিসেম্বর ১২, ২০২৫ ৮:০৯

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশি পর্যবেক্ষকদের আবেদনের জন্য ১০ দিন সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের এই তথ্য জানান ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক ।তিনি জানান, পর্যবেক্ষক সংস্থা নির্বাচনের সময়সূচি জারি হওয়ার ১০ দিনের মধ্যে কোন এলাকা বা এলাকাসমূহে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা উল্লেখ করে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে ।

বর্তমানে ইসিতে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাটি ৮১ ।

এদিকে রাত সাড়ে ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। একইসময় রিটার্নিং কর্মকর্তা নিয়োগেরও প্রজ্ঞাপন জারি করে ইসি।

এর আগে সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে  ৪ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের শেষ তারিখ ১১ জানুয়ারি আরও নিষ্পত্তি ১২ জানুয়ারি  থেকে ১৮ জানুয়ারি , প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তা দ্বারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি, নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর