বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬
বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬
20 C
Dhaka
Homeজাতীয়সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সেল এর বিশেষ সভা হাটহাজারীরতে

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সেল এর বিশেষ সভা হাটহাজারীরতে

আপডেট: জানুয়ারি ২৭, ২০২৬ ৯:১১
প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২৬ ১০:০১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে হাটহাজারী উপজেলায় গঠিত উপজেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এর বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ জানুয়ারী (সোমবার) সকালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকতা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। সভায় বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

এসময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে ভোটারদের আন্তরিক উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশ তৈরি করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এ লক্ষ্যে উপজেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলকে প্রতিনিয়ত কাজ করবেন।নির্বাচনে আইন শৃঙ্খলা দমনে কঠোর ভূমিকা রাখতে সকলের প্রতি আহবান জানান তিনি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর