বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬
বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬
15 C
Dhaka
Homeজেলার খবরশাহজাদপুর পাইলট স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল

শাহজাদপুর পাইলট স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল

প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২৬ ১০:১৪

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শতাব্দী প্রাচীন বিদ্যাপীঠ শাহজাদপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন।
বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শামিমা নাহার-এর সভাপতিত্বে এবং শিক্ষার্থী রাজিয়া সুলতানা শেলী ও ওবায়দা খান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন, সমাজসেবক মনোয়ারুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক এস. এম. সাইফুল ইসলাম, সাবেক শিক্ষক শশাংক শেখর বসাক, অধ্যক্ষ তাহসিন হোসেন, প্রধান শিক্ষক নবী নেওয়াজ, কামরুন নাহার, শিক্ষক এস. এম. আমানুল্লা কায়সার, বিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়াসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের আগামীর পথচলায় সাফল্য, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল হাই।
সমগ্র অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর