রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
28 C
Dhaka
Homeরাজধানীমিরপুরের রূপনগরে ভয়াবহ আগুনে ৯ জনের মৃত্যু

মিরপুরের রূপনগরে ভয়াবহ আগুনে ৯ জনের মৃত্যু

প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৫ ৫:৪১

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ৯ জন নিহত ও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে প্রথম আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
এরপর একে একে যোগ দেয় ১২টি ইউনিট। তবে বিকেলে এ প্রতিবেদন লেখার সময়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, এখন পর্যন্ত আগুনের ঘটনায় নয়জন নিহত হয়েছেন। সদর দপ্তর থেকে একটি সার্চিং টিম পাঠানো হয়েছে ঘটনাস্থলে সার্চ করার জন্য।
তিনি আরও বলেন, এ বিষয়ে এই মুহূর্তে আর বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, আগুন লাগা পোশাক কারখানার দ্বিতীয় তলা থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর