শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
28 C
Dhaka
Homeজেলার খবরনিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট: নভেম্বর ১১, ২০২৪ ৬:৪৩
প্রকাশ: নভেম্বর ১১, ২০২৪ ৬:৪২

ঝালকাঠি জেলার নল‌ছি‌টি উপজেলার হাইস্কুল রো‌ডে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করার দায়ে ৩ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ১১ কেজি ৭০০ গ্রাম পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা ১টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমা‌প্তি রা‌য় এর নেতৃত্বে এ অভিযান পারচা‌লিত হয়।

এ সময় নল‌ছি‌টি থানার সাব ইন্স‌পেক্টর হেমা‌য়েত ও তার সহ‌যোগী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমা‌প্তি রায় জানান, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রি করায় পরিবেশ সংরক্ষন আইনে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ব্যবসায়ী হা‌নিফ হাওলাদার‌কে ৩ হাজার টাকা, শ‌্যামল‌কে ৫০০ টাকা, নাঈম‌কে ১৫০০ টাকা জরিমানা করা হয়।

তি‌নি আরও বলেন, পরবর্তী‌তে প‌লি‌থিন পে‌লে জ‌রিমানা সহ শা‌স্তি ভোগ ক‌রি‌তে হই‌বে। স্থানীয়া জনতা বিকল্প ব‌্যবস্থা না ক‌রে এ ধর‌নের অ‌ভিযান ও জ‌রিমানা করায় ক্ষোভ প্রকাশ কর‌ছেন। অ‌নে‌কে বলে‌ছেন উপ‌জেলা পর্যা‌য়ে কেন জ‌রিমানা ক‌রেন, যেখান থে‌কে উৎপাদন হয় সেখা‌নে আ‌গে বন্ধ ক‌রেন।দূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট ও সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) সমা‌প্তি রায়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর