বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
28 C
Dhaka
Homeজেলার খবরশিক্ষার মানউন্নয়নে ইংরেজী,গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকদের নিয়ে কর্মশালা

শিক্ষার মানউন্নয়নে ইংরেজী,গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকদের নিয়ে কর্মশালা

প্রকাশ: অক্টোবর ৩০, ২০২৫ ৬:৩৬

টাঙ্গাইলের মির্জাপুরে মাধ্যমিক পর্যায়ে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার গণগত মানউন্নয়ন ও ভাল ফলাফল অর্জনের লক্ষে ইংরেজী, গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকদের নিয়ে এক দিনের কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এবং মাদ্রাসা শিক্ষক সমিতির সহায়তায় এ কর্মশলায় প্রধানঅতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার, সাধারণ সম্পাদক মো. ফজলুল করিম, প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী প্রমুখ।

কর্মশালায় উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সুপার এবং গণিত, ইংরেজী এবং বিজ্ঞান বিষয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর