রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
30 C
Dhaka
Homeঅপরাধভুক্তভোগীকে হেনস্তা: ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার

ভুক্তভোগীকে হেনস্তা: ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার

আপডেট: জুলাই ২৫, ২০২৫ ৬:২০
প্রকাশ: জুলাই ২৫, ২০২৫ ৬:১৯

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আহমাদ ওয়াদুদ নামে একজন সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে মোবাইল-মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে। সন্দেহজনক তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।তবে দায়িত্বে অবহেলার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন—এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল এবং দু’জন পুলিশ সদস্য মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।

এর আগে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ছিনতাইয়ের শিকার হন বলে জানান ওই সাংবাদিক। তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে মাত্র তিন মিনিট হাঁটা দূরত্বে ছিনতাইয়ের শিকার হন। চাপাতি দিয়ে আঘাত করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারী।

পরে থানায় গিয়ে পুলিশের সহায়তা চেয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ওই সাংবাদিক।

মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানান, সন্দেহজনকভাবে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর