বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সাকিবের জাতীয় দলের হয়ে খেলা নিয়ে কথা বলেছেন বিসিবির মিডিয়া কমিটির
চেয়ারম্যান আমজাদ হোসেন।
তিনি বলেন, সাকিব আল হাসানের ফিটনেস এবং বর্তমান ফর্মের কথা বিবেচনা করলে আমার মনে হয় তিনি আরও অনেক বছর খেলা চালিয়ে যেতে পারবেন। তবে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন কি না, সেটি সম্পূর্ণ নির্বাচক কমিটির বিষয়। নির্বাচক কমিটি যখন যাকে প্রয়োজন মনে করবে, তাকেই দলে নেবে।
‘বর্তমান পরিস্থিতিতে তিনি নির্বাচনের জন্য লভ্য নন বা দেশে নেই। তবে ভবিষ্যতে যদি তিনি ফিরে আসেন… তার ফিটনেস ও ফর্ম ঠিক থাকে, তবে তিনি অনেক বছর খেলতে পারবেন এবং আমরাও হয়ত তার খেলা দেখতে আগ্রহী।’
আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন সাকিব। তার রাজনৈতিক অবস্থান অনেকটাই প্রভাব ফেলেছে তার ক্রিকেট ক্যারিয়ারে। তবে আমজাদ মনে করেন, ক্রিকেট রাজনীতির বাইরে থাকবে সবসময়।
তিনি বলেন, ক্রিকেট দল-মত নির্বিশেষে সবার খেলা। বাংলাদেশের ক্রিকেট আজ এই অবস্থানে পৌঁছেছে কারণ এটি রাজনৈতিক পরিচয়হীন এবং নিরপেক্ষ। আমি বিশ্বাস করি সবাই ক্রিকেটের উন্নতির জন্য অবদান রাখবেন। আমরা আল্লাহর ইচ্ছায় এখানে এসেছি এবং তিনি চাইলে ভবিষ্যতেও থাকব।


