শনিবার, নভেম্বর ২২, ২০২৫
শনিবার, নভেম্বর ২২, ২০২৫
22 C
Dhaka
Homeখেলাতিন ক্লাবের প্রস্তাব প্রত্যাখ্যান, রিয়াল বেতিসেই ফিরতে চান অ্যান্টনি

তিন ক্লাবের প্রস্তাব প্রত্যাখ্যান, রিয়াল বেতিসেই ফিরতে চান অ্যান্টনি

প্রকাশ: আগস্ট ৫, ২০২৫ ২:৫৯

ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি আসন্ন মৌসুমে ক্লাব ছাড়তে যাচ্ছেন। রেড ডেভিলস কোচ রুবেন আমোরিম তার পরিকল্পনায় অ্যান্টনিকে রাখছেন না এবং তাকে ধারে নয়, স্থায়ীভাবে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।

এরই মধ্যে অ্যান্টনিকে কেনার জন্য তিনটি ক্লাব প্রস্তাব দিলেও, তিনি সেসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ব্রাজিলের বোতাফোগো, সাও পাওলো এবং সৌদি ক্লাব আল নাসরের পক্ষ থেকে আগ্রহ দেখানো হলেও অ্যান্টনি একমাত্র রিয়াল বেতিসেই ফিরতে আগ্রহী।

স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ট জানায়, ২৫ বছর বয়সী এই উইঙ্গার রিয়াল বেতিসে ফিরে যেতে প্রস্তুত এবং প্রয়োজনে তার বাৎসরিক ৪ মিলিয়ন পাউন্ড বেতনেও বড় কাটছাঁট করতে রাজি। রিয়াল বেতিসও এই বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালে ডাচ ক্লাব আয়াক্স থেকে প্রায় ৯৫ মিলিয়ন ইউরো খরচ করে অ্যান্টনিকে দলে ভেড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় ক্লাব এখন তাকে মাত্র ৩৫ মিলিয়ন ইউরোতে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর