রবিবার, নভেম্বর ৩০, ২০২৫
রবিবার, নভেম্বর ৩০, ২০২৫
22 C
Dhaka
Homeআন্তর্জাতিকঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রী নিহত

ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রী নিহত

প্রকাশ: আগস্ট ৭, ২০২৫ ১২:২৬

ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশমন্ত্রী ইবরাহিম মুরতালা মুহাম্মেদ নিহত হয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন দেশটির সরকারের একজন মুখপাত্র।

বুধবার (৬ আগস্ট) দেশটির সেন্ট্রাল আশান্তি অঞ্চলে এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা আগে সশস্ত্র বাহিনীর তিনজন ক্রু ও দুইমন্ত্রীসহ পাঁচজন যাত্রী নিয়ে একটি হেলিকপ্টার রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার কথা জানানো হয়। এ ঘটনায় আরও ছয় ব্যক্তি নিহত হয়েছেন।

ঘানার প্রেসিডেন্টের কার্যালয় জানায়, দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোমাহ এবং পরিবেশ মন্ত্রী ইব্রাহিম মুর্তালা মোহাম্মেদ।

এডওয়ার্ড ওমানে বোআমাহ এ বছরের শুরুতে জানুয়ারিতে প্রেসিডেন্ট জন মহামা শপথ নেওয়ার পরই প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। অন্যদিকে ইব্রাহিম মুর্তালা মোহাম্মেদ পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

দুই মন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়ে ঘানার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ বলেন, প্রেসিডেন্ট ও সরকার আমাদের সহকর্মী ও দেশের সেবায় নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর