শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
20 C
Dhaka
Homeধর্মমৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না, ইসলাম কি বলে?

মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না, ইসলাম কি বলে?

প্রকাশ: আগস্ট ৭, ২০২৫ ১২:৩৮

সমাজে একটা কথা চাউর আছে, মৃত্যুর পর ভাই-বোনের আর কখনও দেখা হবে না। অনেকে এই কথাটি দৃঢ়ভাবে বিশ্বাসও করেন। তবে এই কথাটি আসলে সঠিক নয়। ইসলামে এর কোনো ভিত্তি নেই।

ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেন, মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না এমন কোনো কথা কোরআন-সুন্নাহর কোথাও আছে বলে আমাদের জানা নেই। এটা একান্ত কারও মনগড়া বাক্য।

তার দাবি, যদি ভাই-বোন জান্নাতি হন তবে পরকালে তাদের দেখা-সাক্ষাৎ হবে।

পবিত্র কোরআনের সুরা আবাসার ৩৪ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘সেদিন (কেয়ামত) মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে। সেদিন মানুষ পলায়ন করবে আপন ভ্রাতা হতে।’

আহমাদুল্লাহ জানান, এই আয়াতই প্রমাণ করে মৃত্যুর পর ভাই-বোনের দেখা হবে। কাজেই যারা বলেন মৃত্যুর পর ভাই-বোনের দেখা হবে না, তাদের কথাটি সম্পূর্ণ ভুল।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর