রোববার (১৭ আগস্ট) ৬৩ জন ডাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে চারজন, সাধারণ সম্পাদক (জিএস) পদে একজন, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে তিনজন, সম্পাদক পদে ২৩ জন ও সদস্য পদে ৩২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর হল সংসদে নির্বাচনের জন্য রবিবার ১২টি হলে ১০৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বাকি হলগুলোর খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। রোববার বিকেল সাড়ে ৪টায় এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
ছয় দিনে ডাকসু নির্বাচনের জন্য এখন পর্যন্ত ১২৪ জন মনোনয়নপত্র তুলেছেন। তাদের মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে দুজন, এজিএস পদে পাঁচজন, সম্পাদক পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন।
এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৮ জন। আর হল সংসদের এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই শতাধিক প্রার্থী।
প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আমরা ছাত্র-ছাত্রীদের জন্য সকাল থেকে বসে আছি। তারা তাদের সুবিধামতো আসছে। আমরা আশা করছি কালকে সবাই চলে আসবে, যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়।
তিনি বলেন, এখন পর্যন্ত সময় বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। আমরা আমাদের পক্ষ থেকে সময় বাড়ানোর কোনো কারণ দেখছি না।
এদিকে গতকাল পর্যন্ত ইসলামী ছাত্র আন্দোলন বাদে আর কোনো ছাত্রসংগঠন ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে তাদের প্যানেল ঘোষণা করেনি।
নতুন দুটি কেন্দ্র যুক্ত হওয়ায় ডাকসু ও হল সংসদ নির্বাচনের মোট ভোটকেন্দ্রের সংখ্যা এখন আটটি। ভোটারদের সুবিধার কথা বিবেচনা করে ঢাবি কর্তৃপক্ষ এই দুটি নতুন ভোটকেন্দ্র যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ কেন্দ্র নামে এই দুটি নতুন ভোটকেন্দ্র যথাক্রমে কবি সুফিয়া কামাল হল এবং শামসুন নাহার হলে যুক্ত হয়েছে।
বর্তমানে ডাকসু ও হল সংসদ নির্বাচনের অন্য ভোটকেন্দ্রগুলো হলো
কার্জন হল— ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল এবং ফজলুল হক মুসলিম হলের জন্য। শারীরিক শিক্ষা— জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং সলিমুল্লাহ মুসলিম হলের জন্য। টিএসসি— রোকেয়া হলের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব— বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের জন্য। সিনেট ভবন— স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল এবং বিজয় একাত্তর হলের জন্য। উদয়ন স্কুল অ্যান্ড কলেজ— সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল এবং শেখ মুজিবুর রহমান হলের জন্য।


