রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মিরপুর ১১ নম্বরের ডি ব্লকের ৩৩ নম্বর প্লটের তিন তলার একটি অফিস থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম— আফজাল হোসেন (৪০)। তিনি শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার ডিমখালী ইউনিয়ন এর মোল্লা কান্দি গ্রামের বাসিনদা।
নিহতের চাচাতো ভাই জুয়েল রানা জানান, হঠাৎ খবর পেয়ে দ্রুত আমার চাচাতো ভাইকে দেখতে আসি। এসে দেখি আমার চাচাতো ভাই এর মরদেহ পড়ে আছে। কিভাবে এবং কে তাকে হত্যা করেছে তা আমরা জানি না। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।
ডিএমপি পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) হাসানুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আমাদের পাশাপাশি, আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিট এসেছে। মরদেহ উদ্ধার শেষে আমরা ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাবো।


