রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
28 C
Dhaka
Homeশিক্ষাপ্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ নিয়ে পুলিশের বিজ্ঞপ্তিটি ভুয়া

প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ নিয়ে পুলিশের বিজ্ঞপ্তিটি ভুয়া

প্রকাশ: আগস্ট ২৯, ২০২৫ ৮:০৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে মহাসমাবেশকে ঘিরে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) নামে একটি ভুয়া অফিস আদেশ ছড়িয়ে পড়েছে। এই আদেশে শিক্ষকদের সমাবেশে আসতে নিরুৎসাহিত করা এবং যারা যোগ দেবেন তাদের তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের এই মহাসমাবেশ শুরু হবে। এতে সারাদেশ থেকে হাজার হাজার শিক্ষক অংশ নেবেন বলে মনে করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভুয়া আদেশে বলা হয়েছে, তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের মহাসমাবেশ আগামী ৩০ আগস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে বলে জানা যায়। কর্মসূচিতে সারাদেশের প্রাথমিক শিক্ষকগণ অংশগ্রহণ করলে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে মর্মে প্রতীয়মান। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

১. কর্মসূচিতে শিক্ষকগণ যাতে অংশগ্রহণ করতে না পারে সে জন্য জেলা শিক্ষা অফিসার ও থানা শিক্ষা অফিসার এর মাধ্যমে তাদেরকে কর্মসূচিতে আসতে নিরুৎসাহিত করা।

২. যে সকল প্রাথমিক বিদ্যালয় হতে শিক্ষকগণ কর্মসূচিতে যোগদান করবেন সে সকল বিদ্যালয়ের নাম, আগত শিক্ষকগণের সংখ্যা, কোন যানবাহনে আসবেন তার নাম, নম্বর ও সংখ্যা জরুরিভিত্তিতে অত্র শাখাকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

পুলিশের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এ ধরনের কোনো আদেশ বা নির্দেশনা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি। কে বা কারা এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দিয়েছে। এর সঙ্গে পুলিশের সংশ্লিষ্টতা নেই।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর আহ্বানে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর