শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
22 C
Dhaka
Homeঅর্থনীতি ও বাণিজ্যসাউথ এশিয়া ট্রেড ফেয়ার এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায় 

সাউথ এশিয়া ট্রেড ফেয়ার এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায় 

প্রকাশ: সেপ্টেম্বর ১৫, ২০২৫ ২:০৫

সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার-২০২৫। 

১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই মেলার উদ্বোধন হবে।

মেলার উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মেলায় থাকছে তৈরি পোশাক ও বস্ত্র, জেমস ও জুয়েলারি, কসমেটিকস, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য, ইলেক্ট্রনিক্সসহ বৈচিত্র্যময় পণ্যের সমাহার।

সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এবং দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) -এর যৌথ উদ্যোগে মেলাটি আয়োজিত হচ্ছে। সার্ক সেক্রেটারিয়েটের পরিচালকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

দক্ষিণ এশিয় দেশগুলোর শতাধিক প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা নিয়ে মেলায় অংশগ্রহণ করবে। মেলায় পণ্য প্রদর্শনের পাশাপাশি বিজনেস নেটওয়ার্কিং, বিটুবি সেশনসহ বিষয়ভিত্তিক বিভিন্ন সেশন এবং আলোচনায় যোগদানের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

মেলাটি ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। দৈনিক বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর