জীবন সবসময় সুখ-শান্তিতে কাটে না, কখনো দুঃখ-কষ্ট, দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা মানুষকে আচ্ছন্ন করে ফেলে। এতে ইবাদতে মনোযোগ কমে যায়, মনে হয় জীবনে শান্তি নেই। অথচ ইসলাম দিয়েছে এমন কিছু সহজ উপায়, যা মানসিক অস্থিরতা দূর করে অন্তরে প্রশান্তি আনে।
কোরআন ও হাদিসে উল্লেখিত পাঁচটি আমল তুলে ধরা হলো:
দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহতায়ালা বলেন, আমার বান্দারা যখন আমার বিষয়ে জিজ্ঞেস করে, আমি তো কাছে আছি। আহ্বানকারী যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। (সুরা বাকারা: ১৮৬)।
রাসুলুল্লাহ (সা.) দুশ্চিন্তা ও দুঃখ থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করতেন: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, ওয়াল আজাজি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দালায়িদ দাইনি ওয়া গালাবাতির রিজালি। (বোখারি: ২৮২৯)
আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে অন্তরে প্রশান্তি নেমে আসে। প্রশংসা বা প্রতিদানের প্রত্যাশা না করে শুধু আল্লাহর জন্য আমল করলে অস্থিরতা দূর হয়। (সুরা বাইয়্যেনাহ: ৫)
জীবনের প্রতিটি মুহূর্তে মানুষ আল্লাহর অসংখ্য নিয়ামতে সিক্ত। সমস্যার দিকে নয়, নিয়ামতের দিকে তাকালে মন হালকা হয়। আল্লাহ বলেন, ‘তিনি তোমাদের যা কিছু প্রয়োজন, তা দিয়েছেন। আর তোমরা আল্লাহর অনুগ্রহ গুনে শেষ করতে পারবে না।’ (সুরা ইবরাহিম: ৩৪)
যিনি আল্লাহর ওপর ভরসা রাখেন, তার অন্তরে অস্থিরতার জায়গা থাকে না। হজরত ইবরাহিম (আ.) থেকে শুরু করে সাহাবায়ে কেরাম— সবাই আল্লাহর ওপর ভরসা করে বিপদে শান্তি পেয়েছেন। (সুরা আলে ইমরান: ১৭৩-১৭৪)
ধৈর্যশীলরা কখনো পরাজিত হয় না। আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা বাকারা: ১৫৩)
মানসিক অস্থিরতায় ভোগা মানুষ যদি এই পাঁচটি আমল জীবনে বাস্তবায়ন করে, তবে অন্তরে শান্তি ও প্রশান্তি ফিরে আসবে।


