মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
30 C
Dhaka
Homeজেলার খবরসিংড়ায় সাংবাদিককে প্রকাশ্যে হুমকি

সিংড়ায় সাংবাদিককে প্রকাশ্যে হুমকি

প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২৫ ৫:০৪

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজেলায় জুয়া ও মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ সাংবাদিক বেল্লাল হোসেন বাবু কে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জুয়া ও মাদকের বিরুদ্ধে এর আগে জাতীয় ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর থেকেই এলাকার কিছু প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় (২১ সেপ্টেম্বর) রবিবারে বামিহাল বাজারের পানের দোকানদার মোঃ কাহার পিতা হাশেম সাং বামিহাল কলেজ পাড়া ওই সংবাদ প্রকাশকারী সাংবাদিককে বাজারে দেখে তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

এ ঘটনায় নাটোর জেলাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলেন, একজন সাংবাদিক সমাজের অসঙ্গতি, অপরাধ ও অনিয়ম তুলে ধরেন। তাকে এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।

ভুক্তভোগী সাংবাদিক জানান, “আমি পেশাগত দায়িত্ব পালন করেছি মাত্র। জনস্বার্থে সংবাদ প্রকাশ করা আমার কর্তব্য। কিন্তু এ জন্য প্রকাশ্যে হুমকি প্রাপ্ত হওয়াটা দুঃখজনক ও ভয়াবহ।”
এ বিষয়ে সিংড়া উপজেলা ও নাটোর জেলার সাংবাদিক নেতৃবৃন্দ কঠোর নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের হুমকি দিয়ে সত্য গোপন করা যাবে না। তারা দ্রুত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে স্থানীয় সচেতন মহলও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছে। তারা বলেন, সমাজে জুয়া ও মাদকের বিস্তার ঠেকাতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। অথচ সত্য প্রকাশের কারণে যদি সাংবাদিকদেরই হুমকির মুখে পড়তে হয়, তবে এটি গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর