মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
30 C
Dhaka
Homeজেলার খবরপায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমনে গোবিপ্রবির ২ গার্ল-ইন-রোভার

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমনে গোবিপ্রবির ২ গার্ল-ইন-রোভার

প্রকাশ: অক্টোবর ২৮, ২০২৫ ৭:৪০

সোমবার সকাল ৬টা ৩০ মিনিটে কোটালিপাড়া উপজেলা পরিষদ থেকে প্রথমবারের মতো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ থেকে ২ জন গার্ল-ইন-রোভার কোটালিপাড়া উপজেলা পরিথেকে পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, পটুয়াখালী পর্যন্ত পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করছে।

গার্ল-ইন-রোভারদের মধ্যে রয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের মনোবিজ্ঞান বিভাগের ফারিহা এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিস শামিমা আক্তার। তাদের সঙ্গে কোটালিপাড়া আদর্শ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আরও ২ জন গার্ল-ইন-রোভার যুক্ত হবেন।

আগামী ৫ দিন পায়ে হেঁটে ৩১ অক্টোবর পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, পটুয়াখালীতে তাদের পরিভ্রমণ শেষ হবে। যাত্রাপথে তারা উজিরপুর, বরিশাল, বরগুনা-আমতলী, পটুয়াখালী এবং সর্বশেষ পায়রা বিদ্যুৎকেন্দ্রে যাত্রাবিরতি করবে।

প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে ছয়টি পারদর্শিতা ব্যাজের অন্তর্ভুক্ত একটি হলো পরিভ্রমণকারী ব্যাজ। এই পরিভ্রমণকারী ব্যাজ অর্জনের লক্ষ্যে তারা ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবে। এছাড়াও অন্যভাবে পরিভ্রমণ করার নিয়মও রয়েছে। যাত্রাপথে তারা বিভিন্ন স্থানের ভৌগোলিক অবস্থান, কৃষি, সংস্কৃতি, আর্থ-সামাজিক অবস্থা ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ করবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও কাজ করবে—যেমন মেয়েদের টিটেনাস (টিটি) টিকা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করবে।

গার্ল-ইন-রোভার ফারিহা বলেন, “পরিভ্রমণ হচ্ছে এমন একটি পদযাত্রা যা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। মূলত সকল বাধা-বিঘ্ন পার করে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। এছাড়া আমরা বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ভ্রান্ত ধারণা পরিবর্তন করে সুস্থ, সুন্দর সমাজ বিনির্মাণে অংশ নিতে পারব।”

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর