মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার সময় এ ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন
বাসটির চালক মো. শাহজালাল জানান, সকাল ১১টায় যাত্রী নিয়ে বরিশাল থেকে খুলনার উদ্দেশে যাচ্ছিলেন। পথে উজিরপুরের ইচলালী টোল প্লাজায় আসলে যাত্রীরা বাসে ধোঁয়া দেখে চিৎকার শুরু করেন। গাড়ি থামালেই আগুনের কুণ্ডলী দেখতে পাই। তবে সকল যাত্রী নিরাপদে গাড়ি থেকে নামতে সক্ষম হয়েছেন।
উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট অফিসার আব্দুর রশিদ জানান, খবর পেয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুনের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ২ ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।


