সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
27 C
Dhaka
Homeবিনোদনজুবিন গর্গের মৃত্যু, ড্রামার শেখর পুলিশ হেফাজতে

জুবিন গর্গের মৃত্যু, ড্রামার শেখর পুলিশ হেফাজতে

প্রকাশ: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১:৩৪

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে ‘দুর্ঘটনায়’ মৃত্যু হয়েছে ৫২ বছর বয়সী জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। সংগীতশিল্পীর মৃত্যুর ঘটনায় সংগীতশিল্পী-ড্রামার শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। সিঙ্গাপুরেও তিনি জুবিনের সঙ্গে ছিলেন। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গুয়াহাটির গরিগাঁওয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আসাম পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)।অভিযোগ, শেখরের কথাতেই পানিতে নেমেছিলেন জুবিন। কিন্তু সাঁতরে আর পারে ফেরা হয়নি তার।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, শেখর জ্যোতি গোস্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে এবং আনুষ্ঠানিক চার্জ গঠন করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, সিঙ্গাপুরের নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে ২০ ও ২১ সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল জুবিনের। কিন্তু তার আগে ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে পানিতে নেমে প্রাণ হারান তিনি। তার দ্বিতীয় ময়নাতদন্তের পর রিপোর্টে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে আসল কারণ জানতে তদন্ত চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর