ব্রাহ্মণবাড়িয়ায় একটি ফার্মেসিতে ঢুকে পিস্তল বের করে ভয় দেখানোর অভিযোগ উঠেছে লিজা আক্তার নামে যুবলীগের নেতার স্ত্রীর বিরুদ্ধে।
এ ঘটনায় ফার্মেসি মালিক থানায় লিখিত অভিযোগ করেছেন। সিসিটিভি ফুটেজে বিষয়টি দেখা যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু কাউসারের স্ত্রী লিজা আক্তার পৌর এলাকার কুমারশীল মোড়ের মিনহাজ ফার্মেসিতে যান। সেখানে গিয়ে তিনি আবু কাউছারের দ্বিতীয় স্ত্রী এখানে আছে কি-না জানতে চান।
ফার্মেসিতে কাউছারের দ্বিতীয় স্ত্রী চাকরি করেন। তবে খুঁজতে থাকা নারীকে না পেয়ে ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করেন এবং ফার্মেসির কর্মীচারীদেরকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় ফার্মেসি মালিক মো. কাউছার ২৬ নভেম্বর থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগের দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, অভিযোগের তদন্তের দায়িত্ব পেয়েছেন। প্রশিক্ষণে থাকায় তদন্ত শুরু করতে পারেননি। শিগগিরই তদন্ত কাজ শুরু করবেন বলেও জানান তিনি।


