প্রতিযোগিতার সহ-মালিক ও থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে প্রায় ৩০ মিলিয়ন
বাত প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট। আদালতের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এক প্লাস্টিক সার্জনের মামলার ভিত্তিতে এই পরোয়ানা জারি করা হয়। অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালে জেকেএন গ্লোবাল গ্রুপে বিনিয়োগে রাজি করানোর সময় জাকাপং গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করেন এবং নির্ধারিত সময়ে টাকা ফেরত দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দেন। মামলার রায় ঘোষণার দিন আদালতে অনুপস্থিত থাকায় তাকে ‘পালানোর চেষ্টা’ হিসেবেও দেখা হচ্ছে। নতুন রায় ঘোষণার দিন ঠিক করা হয়েছে ২৬ ডিসেম্বর।
স্থানীয় গণমাধ্যম বলছে—উঠতি আর্থিক সংকটের মাঝেই জাকাপং নাকি মেক্সিকো গেছেন। তবে মিস ইউনিভার্স অর্গানাইজেশন জানিয়েছে, এই আইনি প্রক্রিয়া তাদের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট নয়।
ব্যাংককে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৫ জুড়েই ছিল বিতর্ক। লাইভ অনুষ্ঠানে এক পুরুষ সঞ্চালকের আচরণ নিয়ে তীব্র সমালোচনা হয়, যখন তিনি বিজয়ী মিস মেক্সিকো ফাতিমা বোশকে প্রকাশ্যে তিরস্কার করেন। এতে বোশসহ অনেক প্রতিযোগী মঞ্চ ছাড়েন। পরে সঞ্চালক কাঁদতে কাঁদতে ক্ষমা চান।


