মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
32 C
Dhaka
Homeজেলার খবরফটিকছড়িতে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা

ফটিকছড়িতে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১০:২৬

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ২০২৫ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্বশীলদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নির্বাচন পরিচালনা কমিটি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার একটি স্থানীয় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দীন ইমুর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মো. নুরুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুর নবী, চট্টগ্রাম মহানগরী শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুরুন নবী, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুদৌল্লাহ, ভূজপুর থানার আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস এবং উপজেলা নায়েবে আমির ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট ইসমাঈল গণি।
কর্মশালায় বক্তারা নৈতিকতা, শৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি মেনে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিয়মকানুন প্রতিপালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।এছাড়াও দায়িত্বশীলদের করণীয় ও দায়িত্ব সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন কর্মশালায়।
এ সময় উপস্থিত ছিলেন মাস্টার নাজিম উদ্দীন শিকদার, শফিউল আলম নূরী, মো. আবু তাহের, মাস্টার আব্দুর রহিম, সিরাজুল হক, গাজী বেলাল, নবীর হোসেন মাসুদ প্রমুখ।
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর