মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
32 C
Dhaka
Homeআন্তর্জাতিকজামাইকা কাঁপছে শক্তিশালী ঘূর্ণিঝড়ে আঘাতে,নিহত ৩

জামাইকা কাঁপছে শক্তিশালী ঘূর্ণিঝড়ে আঘাতে,নিহত ৩

প্রকাশ: অক্টোবর ২৮, ২০২৫ ১০:৫৭

এবছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হারিকেন মেলিসা’ আঘাত হানার আগেই তছনছ হয়ে যাচ্ছে জামাইকা। ইতোমধ্যে দেশটিতে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ অক্টােবর) সকালে দ্বীপটিতে পূর্ণ শক্তিতে আঘাত হানতে পারে এই ঝড়। খবর বিবিসিযুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, বর্তমানে মেলিসার বাতাসের গতি ঘণ্টায় ১৭৫ মাইল (২৮২ কি.মি.) — যা একে ক্যাটাগরি ৫ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত করেছে। এ ধরনের ঝড় মানবজীবন ও অবকাঠামোর জন্য ‘বিপর্যয়কর ও প্রাণঘাতী’।

এটি এখন পর্যন্ত ২০২৫ সালের সবচেয়ে শক্তিশালী ঝড় এবং জামাইকার ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে ভয়াবহ হারিকেন হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন আবহাওয়া সংস্থা।

জামাইকার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (২৭ অক্টােবর) জানায়, ঝড়ের আঘাতের আগেই তিনজনের মৃত্যু হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সব নাগরিককে অনুরোধ করছি ঘরে থাকুন, সরকারি নির্দেশ মেনে চলুন এবং নিরাপদ স্থানে আশ্রয় নিন।’

হোলনেস আরও বলেন, ‘আমরা এই ঝড় মোকাবিলা করব এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’

সরকার ইতোমধ্যে কিংস্টনসহ বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। শিক্ষামন্ত্রী ডানা মরিস ডিকসন বিবিসিকে বলেন, ‘এমন ভয়ংকর ঝড় আমরা আগে কখনও দেখিনি। পুরো অক্টোবরজুড়ে বৃষ্টি হয়েছে, ফলে মাটি ভিজে রয়েছে—এর ওপর এই বৃষ্টি মানে ভয়াবহ বন্যা ও ভূমিধস।’

জামাইকার ৮৮১টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। অনেক গ্রামীণ এলাকায় স্কুলবাসে করে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে।

এনএইচসি জানিয়েছে, মেলিসার ধীর গতির কারণে অবিরাম বৃষ্টিপাতে আগামী চার দিনে প্রায় ৪০ ইঞ্চি (১০০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে।

ডেপুটি ডিরেক্টর জেমি রোম সতর্ক করে বলেন, ‘এই পরিমাণ বৃষ্টি জামাইকার জন্য ভয়াবহ দুর্যোগে পরিণত হবে।’

মেলিসা ইতোমধ্যেই হাইতি ও ডোমিনিকান প্রজাতন্ত্রে ভয়াবহ ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। হাইতিতে অন্তত তিনজন ও ডোমিনিকান প্রজাতন্ত্রে একজন নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, সান্তো দোমিংগোতে ৭৯ বছর বয়সী এক ব্যক্তি বন্যার জলে ভেসে গেছেন।

আরেকজন ১৩ বছর বয়সী শিশু সমুদ্রে ভেসে নিখোঁজ হয়েছে।

এনএইচসি-এর পরিচালক মাইকেল ব্রেনান বলেন, ‘জামাইকার নাগরিকদের অনুরোধ করছি, ঘর থেকে বের হবেন না। প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।’

ঝড়টি বর্তমানে রাজধানী কিংস্টন থেকে প্রায় ২৩৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে এবং ঘণ্টায় মাত্র ৬ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর