শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
30 C
Dhaka
Homeজেলার খবরআশুলিয়া প্রিন্ট মিডিয়া সাংবাদিক এ্যাসোসিয়েশনের পুর্ণাঙ্গ কমিটি গঠিত

আশুলিয়া প্রিন্ট মিডিয়া সাংবাদিক এ্যাসোসিয়েশনের পুর্ণাঙ্গ কমিটি গঠিত

আপডেট: অক্টোবর ২৫, ২০২৫ ৭:৪১
প্রকাশ: অক্টোবর ২৫, ২০২৫ ৭:১৭

ঢাকার নিকটব‌র্তী শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মরত বিভিন্ন পত্রিকার পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হল "আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশন "। এতে নয়া দিগন্তের আশুলিয়া সংবাদদাতা তুহিন আহামেদকে সভাপতি এবং দিনকালের নজরুল ইসলাম মানিককে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

‎শনিবার (২৫ অক্টোবর) দুপুরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
‎কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ- সভাপতি যুগান্তরের মেহেদী হাসান মিঠু ও দি এশিয়ান এজের আবুল কাশেম, যুগ্ম-সাধারন সম্পাদক দৈনিক ভোরের দর্পণের মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আলোকিত বাংলাদেশের শামীম ইকবাল, কোষাধ্যক্ষ দৈনিক করতোয়ার গোলাম মঞ্জুর মোর্শেদ চৌধুরী, প্রচার ও প্রকাশানা সম্পাদক বর্তমান সংবাদের মো: শফিউল্লাহ, দপ্তর সম্পাদক দৈনিক ফুলকির শাহাদাৎ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ভোরের খবরের শাকিল শেখ, নির্বাহী সদস্য দৈনিক রুপালী বাংলাদেশের জহিরুল ইসলাম খান লিটন, দি ডেইলী অবজারভারের আমিনুল ইসলাম এবং কালের কন্ঠের ওমর ফারুক। কমিটি আগামী দুই বছরের জন্য ঘোষণা করা হয়।

‎এসময় দৈনিক ইনকিলাবের সাভার উপজেলা প্রতিনিধি রাউফুর রহমান পরাগকে আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা করে তিন সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও করা হয়।

‎কমিটি ঘোষণা অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি লাইজু আহাম্মেদ চৌধুরী, আশুলিয়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক শেফালী মিতু সহ সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর