শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
26 C
Dhaka
Homeআন্তর্জাতিকপ্রতিমা বিসর্জনের সময় ১০ শিশু সহ প্রাণ গেল ১৩ জনের

প্রতিমা বিসর্জনের সময় ১০ শিশু সহ প্রাণ গেল ১৩ জনের

আপডেট: অক্টোবর ৩, ২০২৫ ৯:৫১
প্রকাশ: অক্টোবর ৩, ২০২৫ ৯:৪৯

ভারতের মধ্যপ্রদেশে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় দুটি আলাদা দুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জনই শিশু।

বৃহস্পতিবার (২ অক্টোবর) উজ্জয়িনের ইঙ্গোরিয়া এলাকা এবং খণ্ডওয়া জেলার পাণ্ডনা তহসিলে ঘটনাগুলি ঘটে।উজ্জয়িনের ইঙ্গোরিয়ায় একটি ট্রাক্টর-ট্রলি ভক্তদের নিয়ে চম্বল নদীর ধারে দাঁড়িয়ে ছিল। স্থানীয়দের দাবি, সেখানে উপস্থিত এক ১২ বছরের শিশু ভুলবশত ট্র্যাক্টরের ইগনিশন চালু করে দেয়। ফলে গাড়িটি আচমকা সামনে এগিয়ে গিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। ট্রলিতে থাকা ১২ জন শিশু পানিতে পড়ে যায়। স্থানীয়রা ১১ জনকে উদ্ধার করলেও একজন শিশুর খোঁজ এখনও মেলেনি। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে দু’জনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। পুলিশ ও এসডিআরএফের দল নিখোঁজ শিশুর খোঁজে নদীর তীরে তল্লাশি চালাচ্ছে।

অন্যদিকে খণ্ডওয়া জেলার পাণ্ডনা তহসিলের আরদলা ও জামলি গ্রামের প্রায় ২০-২৫ জন গ্রামবাসী প্রতিমা বিসর্জনে যাচ্ছিলেন। তাদের বহনকারী ট্রাক্টর-ট্রলি একটি পুকুরে উল্টে পড়ে যায়। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে আটজন কিশোরী। আশঙ্কা করা হচ্ছে আরও অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ চালাতে ক্রেন ও ডুবুরি ব্যবহার করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে, অতিরিক্ত ভিড় থাকায় ট্রলি ভারসাম্য হারিয়ে পুকুরে পড়ে যায়।

ঘটনার পরই প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব দুর্ঘটনাগুলিকে “অত্যন্ত মর্মান্তিক” বলে উল্লেখ করেছেন। নিহতদের পরিবারের জন্য ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। এছাড়া আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

তিনি শোকপ্রকাশ করে বলেন, “আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।”

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর