বৃহস্পতিবার (২ অক্টোবর) লস এঞ্জেলসের নিকটবর্তী শহরে স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
বিস্ফোরণের পর ভয়ানকভাবে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের এলাকার মানুষ। প্রত্যক্ষদর্শীদের বরাতে সিএনএন জানায়, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আকাশে বিশাল আগুনের শিখা দেখা যায় এবং অনেকক্ষণ ধরে বিকট শব্দ শোনা যায়। আগুনের তীব্রতা শুরুতে অনেক বেশি ছিল, যার কারণে কমলা রঙ ধারণ করে রাতের আকাশ।
এল সেগুন্দো ফায়ার ডিপার্টমেন্টের ডিভিশন চিফ ক্যাসি স্নো সিএনএনকে জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ৯ টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান এবং সফলভাবে শোধনাগারের আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন। তবে, আগুন লাগার কয়েক ঘণ্টা পরেও শোধনাগারের অন্তত একটি ট্যাঙ্কে আগুন জ্বলছিল।
স্নো বলেন, অগ্নিনির্বাপক কর্মীরা গ্যাসোলিন ও ডিজেল ট্যাঙ্কে লাগা এই আগুনকে নিভিয়ে না ফেলে ঠান্ডা করার প্রক্রিয়া শুরু করেন, যাতে জ্বালানী পুড়ে শেষ না হওয়া পর্যন্ত এটি নিয়ন্ত্রণে থাকে।
এল সেগুন্দো শহর কর্তৃপক্ষ এবং শেভরন নিশ্চিত করেছে যে, বিস্ফোরণের ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শোধনাগারের সকল কর্মী নিরাপদে আছেন ও তাদের খোঁজ নেওয়া হয়েছে।
তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও কর্মকর্তারা বাসিন্দাদের ঘরের ভিতরে থাকার জন্য অনুরোধ করেন। এল সেগুন্দো থেকে প্রায় দুই মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ম্যানহাটন বিচের কিছু অংশে সাময়িকভাবে আশ্রয়-গ্রহণের আদেশ জারি করা হয়েছিল। তবে, রাত ১টার কিছু পরে তা প্রত্যাহার করা হয়। কর্তৃপক্ষ বর্তমানে স্থানীয় বাতাসের মান পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
উল্লেখ্য, ১৯১১ সালে নির্মিত এল সেগুন্দো শোধনাগারটি যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, যা প্রতিদিন ২ লাখ ৭৬ হাজার ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে এবং এটিকে পশ্চিম উপকূলের বৃহত্তম তেল উৎপাদনকারী হিসেবে গণ্য করা হয়।


