রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর বলেছে, আপাতত যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের (জিএসই বা গ্রাউন্ড সাপোর্ট ইকুয়িপমেন্ট মেইনটেন্যান্স) স্থান দিয়ে পণ্য খালাস প্রক্রিয়া চালু করেছে ঢাকা কাস্টম হাউস।
কাস্টমস কর্তৃপক্ষ উল্লিখিত স্থানে পণ্যের কায়িক পরীক্ষা সম্পন্ন করছে, ৯ নম্বর গেটে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সংযোগ স্থাপন করেছেন। ওই গেট দিয়ে পণ্যের খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।
বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে শনিবার দুপুর সোয়া ২টায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। একইসঙ্গে ঘটনাস্থলে ছিলেন নৌ-বাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, দুই প্লাটুন বিজিবিসহ পুলিশ-আনসারের সদস্যরা। রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই স্থানে আমদানি করা পণ্য রাখা হয়। আগুনে সেখানকার প্রায় সব মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।


