শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
28 C
Dhaka
Homeআবহাওয়াঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সাগরে সুস্পষ্ট লঘুচাপটিঃআবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সাগরে সুস্পষ্ট লঘুচাপটিঃআবহাওয়া অধিদপ্তর

প্রকাশ: অক্টোবর ২২, ২০২৫ ১২:৩২

শীতের আমেজ শুরু হওয়ার কথা থাকলেও দেশের আবহাওয়ার চিত্র ভিন্ন। বেড়েছে তাপমাত্রা ও গরমের তীব্রতা, আর বৃষ্টিপাতও প্রায় বন্ধ।

এমন পরিস্থিতিতে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট একটি লঘুচাপ ইতোমধ্যে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানিয়েছে, এই লঘুচাপ আরও ঘণীভূত হতে পারে এবং পরবর্তীতে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, সুস্পষ্ট লঘুচাপটি বুধবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে যেহেতু বর্তমানে মনসুন শেষ হয়ে গেছে, তাই সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ বিরাজ করছে।

নিম্নচাপ তৈরি হলে এটি কোথায় অতিক্রম করতে পারে, সে বিষয়ে ধারণা পাওয়া যাবে  বুধবার (২২ অক্টোবর)।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে এখনও একই এলাকায় অবস্থান করছে।

সবশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি, সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর