রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
33 C
Dhaka
Homeরাজনীতিবিএনপির সম্ভাব্য প্রার্থীরা তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে 

বিএনপির সম্ভাব্য প্রার্থীরা তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে 

প্রকাশ: অক্টোবর ২৬, ২০২৫ ১১:২৭

রাজপথের আন্দোলন ছেড়ে পুরোদমে নির্বাচনী প্রচার-প্রচারণায় বিএনপি। রাষ্ট্র সংস্কারে দলের প্রস্তাবিত ৩১ দফা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। জনদুর্ভোগ এড়াতে গতানুগতিক মিছিল-মিটিং বাদ দিয়ে সামাজিক কর্মসূচিতে মনোযোগ দিয়েছে দলঅবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিগত ১৬ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দলটিকে সহ্য করতে হয়েছে অসংখ্য নিপীড়ন ও জেল-জুলুম।

তবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রস্তাবনা তুলে ধরছেন জনগণের মাঝে।

জনদুর্ভোগ এড়াতে ছোট ছোট মতবিনিময় সভা, উঠান বৈঠকসহ সামাজিক কর্মসূচিগুলোকে প্রাধান্য দিয়ে প্রচারণা করছেন সম্ভাব্য প্রার্থীরা।

বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, মূল দলের সাথে সহযোগী সংগঠনের সমন্বয়ে পুরোপুরি নির্বাচনী মাঠে নেমে পড়েছেন তারা। সময় ঘনিয়ে আসার সঙ্গে বাড়বে জনসংযোগের পরিধি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ (টুকু) বলেন, সারাদেশে বিএনপি, ছাত্রদল ও যুবলদসহ সবাই মিলে প্রতিদিন গ্রামে গ্রামে যাচ্ছে, নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আমরা নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছি।

নির্বাচনের সময় যতো কাছাকাছি আসবে প্রচার প্রচারণার আকার তত বাড়বে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর