শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের অংশগ্রহণে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে।
এসময় ৩টি পদের বিপরীতে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বমোট ৩৪৩টি ভোট প্রদান করা হয়।
গণনা শেষে প্রিজাইডিং অফিসার ও শাহজাদপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মিলন হোসেন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বিজয়ী তিনজন অভিভাবক প্রতিনিধি হলেন:
১. সৈয়দ হাফিজ উদ্দিন দোয়াতকলম প্রতীকে ১০৮ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন।
২. মোঃ বরাত আলী ছাতা প্রতীকে ১০৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন।
৩. উজ্জ্বল আলী জোয়ারদার মোরগ প্রতীকে ৮১ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন।
প্রিজাইডিং অফিসার মিলন হোসেন জানান, নির্বাচনটি সম্পূর্ণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হয়েছে।
নির্বাচন শেষে উপস্থিত অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেন এবং বিজয়ীদের শুভেচ্ছা জানান।


